Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসায় সন্তুষ্ট খালেদা জিয়া: হাসপাতাল পরিচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা সেবায় বেগম খালেদা জিয়া সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক।

আজ মঙ্গলবার বিএসএমএমইউ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ কে এম মাহবুবুল হক জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। এবং তিনি এখানকার চিকিৎসায় সন্তুষ্ট এবং স্বাভাবিকভাবে কথা বলছেন।

গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের কারাগার থেকে বিএসএমএমইউতে নেয়া হয়।

এর আগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউতে নেয়ার কথা ছিল। তখন হাসপাতালের কেবিনও ঠিক করা হয়েছিল। হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শেষ পর্যন্ত খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে ওই বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।

Bootstrap Image Preview