Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ২ ছিনতাইকারী আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:২১ AM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:২১ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় চালকের হাত-পা বেঁধে ইজিবাইক নিয়ে পালানোর সময় আজগর আলী (৫৮) ও শিপন আলী (২৮) নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা শহরের রেল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আজগর আলী দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত মুনসুর মন্ডলের ছেলে ও শিপন আলী ঝিনাইদহ জেলার সদরের নৈহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ইজিবাইক চালক মামুন জানান, সোমবার (১ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার থেকে ৩ জন যাত্রী সদর উপজেলার জোড়াঘাটা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইক ভাড়া নেয়। রাত ৯টার দিকে তাদেরকে নিয়ে ঝোড়াঘাটা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে সদর উপজেলার টেইপুর ঝোড়াঘাটা গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ করে গাড়িতে থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী আমাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে গামছা দিয়ে মুখ ও হাত বেধেরেখে আমাকে ফেলে দিয়ে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

এঘটনার কয়েক মিনিটের মধ্যে জনৈক পথচারীরা আমাকে উদ্ধার করে। আমি সাথে সাথে মোবাইলে ঘটনাটি সদর থানায় ও আমার পরিচিত নিকট জনদেরকে বিষয়টি জানায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আল খাঁন জানান, টেইপুর থেকে ইজিবাইক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে শহরের রেলবাজার এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ স্থানীয় জনগণ আজগর ও শিপন নামে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই শুরু করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় আরেক ছিনতায়কারী পালিয়ে যায়।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে আজগর একটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।  

Bootstrap Image Preview