Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানমন্ডির ডোমিনোজ পিজ্জা বন্ধের নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ধানমন্ডির র‍্যাংগস ফরচুন স্কয়ারের সবকটি দোকান বন্ধের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই ভবনে রয়েছে ডোমিনোজ পিজাসহ বেশ কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠানের আউটলেট। ভবনে নিরাপত্তা ঘাটতি থাকায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‘বসবাসযোগ্য সনদ’ (অকুপেন্সি সার্টিফিকেট) না নিয়ে কার্যক্রম শুরু করায় ধানমন্ডির র‍্যাংগস ফরচুন স্কয়ারের ডোমিনোজ পিজ্জাসহ ৫টি দোকান বন্ধের নির্দেশ দিয়েছে।

সোমবার (০১ এপ্রিল) রাজউকের জোন-৫ এর অথরাইজড অফিসার রাসেল এ নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, আজ মৌখিকভাবে এই নির্দেশনা দেয়া হয়েছে। দু’দিন পর আবার রাজউক থেকে অভিযানে যাওয়া হবে।

যদি এরমধ্যে তারা তাদের কার্যক্রম বন্ধ না করে, তবে তাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।

উল্লেখ্য, রাজউকের নিয়ম হচ্ছে, ভবন তৈরির পরে ব্যবহার উপযোগী একটি সনদ নিতে হবে। সেই সনদ নেয়ার পরেই বাণিজ্যিকভাবে কাজ করতে পারবে। কিন্তু ডমিনোজ পিজ্জাসহ সেই ৫ প্রতিষ্ঠান ব্যবহার উপযোগী সনদ না নিয়েই তাদের কার্যক্রম শুরুর করায় রাজউক থেকে তাদের এই নির্দেশনা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview