Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার বগুড়ায় আবাসিক এলাকায় আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


এবার বগুড়া শহরের হাকির মোড় এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে স্নিগ্ধা আবাসিক এলাকার দু’টি পৃথক বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় হঠাৎ এই অগ্নিকাণ্ডে দু’টি বাড়ির সকল আসাবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ জানান, বগুড়া শহরের হাকির মোড় ঘোনপাড়ায় আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে ছুটে যায় কর্মকর্তারা। দ্রুত পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। সোহেল ও বাদশা নামের দুই ভাইয়ের বাড়িতে আগুন লেগে দু’টি টিনশেড বাড়ির সব কিছু পুড়ে যায়। কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সে বিষয়ে বাড়ির গৃহকর্তারা বলতে পারবেন।

ওই এলাকার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু জানান, ওই এলাকার মো. বাদশার বাড়িতে চুলায় ভাত রান্নার জন্য পরিবারের লোকজন প্রস্তুতি নেয়। এসময় হঠাৎ চুলার পাশের শুকনা লাখড়িতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের বাড়ি ছোট ভাইয়ের বাড়িতেও আগুন লেগে যায়। আগুনে তাদের টিনশেড দু’টি বাড়ির সব পুুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

Bootstrap Image Preview