Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে অস্ত্র ও চাঁদাবাজিসহ ২০ মামলার আসামি গ্রেফতার

রফিকুল আলম,বগুড়া (ধুনট) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:৫৭ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ২০ মামলার আসামি লস্কর প্রামানিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। লস্কর প্রামানিক নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বগুড়া সদর, শাহাজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় লস্কর প্রামানিকের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ প্রায় ২০টি মামলা রয়েছে। এসব মামলায় লস্কর প্রামানিক একাধিকবার গ্রেফতার হয়েছে। সে জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধের সাথে জড়িয়ে পড়ে।

রববিার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে লস্করকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক আইন মামলা দায়ের করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লস্কর প্রামানিকের বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে। লস্কর প্রামানিকসহ আরো দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview