Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে এইচএসসি পরিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদানে টাকা আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জ (চৌহালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে চৌহালীতে এইচএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র গ্রহণে জন প্রতি ৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তার কলেজে অধ্যায়নরত এইচএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য জন প্রতি ৫০০ টাকা করে আদায় করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

জানা যায়, এবার এইচএসসি পরিক্ষায় চৌহালী উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১৬ জন অংশগ্রহণ করছে। এর মধ্যে ঐতিহ্যবাহী চৌহালী ডিগ্রী কলেজের ৩৭৯ জন শিক্ষার্থী রয়েছে। তবে এদের কাছ থেকে পরিক্ষার প্রবেশপত্র গ্রহণ বাবদ ৫০০ করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

কলেজের ছাত্রী রোজিনা খাতুন অভিযোগ করে জানান, আমাদের কাছ থেকে অনেকটা জিম্মি করেই টাকা আদায় করছে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্যার। টাকা না দিলে প্রবেশপত্র মিলবে না বিধায় দিতে বাধ্য হচ্ছি। এভাবেই প্রত্যেক ছাত্র-ছাত্রী টাকা দিয়ে প্রবেশপত্র নিয়ে পরিক্ষা দিচ্ছে। এ ছাড়া ফরম পূরণে ভুল করায় প্রবেশপত্র না আসায় আরো ২২ জনের কাছ থেকে ১৫০০ থেকে ২৫০০ করে টাকা জোড়পূর্বক আদায় করেছে। আমার কাছ থেকেও ১৫০০ টাকা অতিরিক্ত নিয়েছে শিক্ষকরা। একই কথা জানিয়েছেন পরিক্ষার্থী সোহেল রানা, রাসেল আহমেদ ও রোজিনা খাতুন।

তারা অভিযোগ করে জানান, শিক্ষা গ্রহণে শিক্ষকদের দ্বারা যদি দুর্ভোগের শিকার হতে হয় তাহলে আমরা প্রকৃত শিক্ষা কার কাছ থেকে নেব। এ বিষয়ে পদক্ষেপ নেয়া দরকার।

এ ব্যাপারে চৌহালী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নানা কারণে টাকা খরচা হয় বলেই কিছু কিছু করে টাকা নেয়া হয়েছে। তবে সামান্য করে।

এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির জানান, প্রবেশপত্র দিয়ে টাকা নেয়ার নিয়োম নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview