Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও নকলমুক্ত পরিবেশে বগুড়ার নন্দীগ্রামে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সারাদেশের ন্যায় প্রথমদিন অনুষ্ঠিতব্য পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা শুরুর পর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি জানান, এবার নন্দীগ্রাম উপজেলায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮'শ ৮০ জন। উপজেলায় মোট ৩টি কেন্দ্রে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীকে বহিস্কারের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত রয়েছে ৫ জন। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। 

Bootstrap Image Preview