Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহ সিটি নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। আগামী বুধবার পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

নির্বাচন উৎসবমুখর করতে ঢাকা সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনের মতো সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ উন্মুক্ত রাখার চিন্তা করছে আওয়ামী লীগ। আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশে প্রথমবারের মতো পুরো সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে ১৩০টি কেন্দ্র রয়েছে। ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

নির্বাচন উৎসবমুখর করতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেয়া হয়নি।সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর-দক্ষিণ) ৩৬টি ওয়ার্ড নির্বাচনেও কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদেও কাউকে সমর্থন দেয়া হয়নি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেয়া হয়নি। আই দুই পদ উন্মুক্ত থাকছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরবর্তী স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়। মেয়র পদে নৌকার মনোনয়ন কে পাচ্ছেন- এমন প্রশ্নে হানিফ বলেন, যোগ্য, অভিজ্ঞ, দলের জন্য ত্যাগী, সবার কাছে গ্রহণযোগ্য এমন নেতাই দলীয় মনোনয়ন পাবেন।

এদিকে মেয়র পদে দলীয় প্রার্র্থী চূড়ান্তে ময়মনসিংহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ আকারে আগামী বুধবারের মধ্যে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বহুল প্রত্যাশিত ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ করছে আওয়ামী লীগ।

দীর্ঘদিনের কাজে অভিজ্ঞতা থাকায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু অন্যদের চেয়ে একটু এগিয়ে আছেন।

টিটু এর আগে ২০১১ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় পৌরসভার দৃশ্যমান অনেক উন্নয়ন করে সবার নজরে আসেন।

এদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম শুক্রবার সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দল মনোনয়ন না দিলে যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার অভিপ্রায়ও উল্লেখ করেন সংবাদ সম্মেলনে।

মেয়র পদে আওয়ামী লীগের আরেকজন মনোনয়ন প্রত্যাশী হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত। এদের ভেতর থেকেই একজন মনোনয়ন দিতে পারে দল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল।

গত বছর ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। নতুন এই সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি কর্পোরেশনের মোট ভোটার প্রায় ৩ লাখ ৭ হাজারের মতো।

Bootstrap Image Preview