Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`সবাই ঐক্যবদ্ধ হলে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


সবাই ঐক্যবদ্ধ হলে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় অন্য বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলার কথা বললে তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে প্রবীণ এই রাজনীতিক বলেন, 'আজকেও আপনাদের মধ্যে যে দাবিগুলো (আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তি) এসেছে, সে দাবিগুলোকে আমি পুরোপুরিভাবে সমর্থন করি। আমি মনে করি, সবাই ঐক্যবদ্ধ হলে এটাকে আমরা অর্জন করতে পারবো। দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। এটা হলে জনগণ ক্ষমতার মালিক হিসেবে যে ভূমিকা রাখার কথা তা রাখতে পারবে।’

তিনি বলেন, 'যাদের অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের সবাইকে মুক্ত করা হোক। এ ব্যাপারে দ্বিমতের অবকাশ নেই। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের ঐক্যকে আরও সুসংহত করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।’

ড. কামাল বলেন, 'আমাদের দেশের যে ঐতিহ্য, ১৯৭১ সালের আগে থেকে সব অসম্ভবকে আমরা সম্ভব করেছি। স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। তারপর ২০০৮ এ যেভাবে আমরা অগ্রসর হয়েছিলাম এগুলো সব ঐক্যের ফসল।’

Bootstrap Image Preview