Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সীগঞ্জের জেলার ৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview


চতুর্থ ধাপে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার ৪৯৭ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এরপর চলে ভোট গণনা।

তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। কোন কেন্দ্রে ২০ শতাংশ, কোন কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট পরেছে। এই প্রথমবার জেলার সদর উপজেলায় ১১৬ কেন্দ্রের সব-কয়টিতে ইভিএময়ের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।

জেলায় মোট ১৯ জন চোয়ারম্যান, ১৯ জন ভাইস চেযারম্যান ও ২২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। মোট ভোটার ১১ লাখ ৬৩ হাজার ৩২২ জন।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ইভিএম পরিচালানার জন্য সেবানাহিনীর সদস্যরা ছাড়াও নিয়জিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য।

এ ছাড়াও আজ ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৪৯৭ কেন্দ্রের মধ্যে জেলা সদরে ১১৬ কেন্দ্রে ইভিএম এবং বাকী ৩৮১ কেন্দ্রে ভোটারা স্বাভাবিক নিয়মেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ ভোটাররা।

এ দিকে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য ৩টি ধাপে নিরাপত্তার নিয়োজিত রয়েছেন।

Bootstrap Image Preview