Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে ধরা ৪ রোহিঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গা নারীসহ চারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। ইন্দোনেশিয়াতে সাধারণত অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। বাংলাদেশি পাসপোর্ট বহন করে তারা এ সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল।

Bootstrap Image Preview