Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে শিক্ষকদের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১২:৩১ PM

bdmorning Image Preview


'প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি' এই প্রতিপাদ্যকে সামকে রেখে বাংলাদেশের মধ্যে ১ম ঝিনাইদহ সদর উপজেলায় চলছে ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত ও শ্রেণীকক্ষে ব্যবহারে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করেন সদর উপজেলা শিক্ষা অফিস।

মাল্টিমিডিয়া প্রশিক্ষণে অংশ নিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার ১২'শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। তারই ধারাবাহিকতায় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক বাতায়নের ডিজিটাল কন্টেন্ট নির্মাতা মো: খালেদুন্নবী বলেন, উন্নত ও মানসম্মত প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার এই মহত উদ্যোগ সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ হিসেবে প্রথম পথ চলা।

এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন- বিষয়খালী, হরিপুর, আন্দুলবাড়িয়া ও মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকাগণকে একযোগে ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতের প্রাথমিক ধারণা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা।

সে সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার মন্ডল ও শিক্ষক মো: সাইদুর রহমান টুটুল।

 

 

Bootstrap Image Preview