Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মিভূত, ৫০ লক্ষ টাকার ক্ষতি

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১১:২৫ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মিভূত হয়েছে ৫ টি দোকান।

রবিবার (৩১ মার্চ) ভোর রাত ৩টায় উপজেলার বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শামসুল করিম জানান, রাত ৩টায় দিকে বসুরহাট আজমীর বেকারী সংলগ্ন হকার্স মার্কেটের নোমান ডিপার্টমেন্টাল স্টোর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে এবং পার্শবর্তী অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে  আনলেও ৫টি দোকানই ভস্মিভূত হয়ে যায়।

ভস্মিভূত দোকানগুলো হল, নোমান ডিপার্টমেন্টাল স্টোর, আয়েশা কনফেকশনারি, মাহতাব স্টোর, পপুলার ফার্মেসী ও প্রেমা স্বর্ণ শিল্পালয়।

এসময় আগুনে বাজারের ভস্মিভূত দোকানসমূহের সম্পূর্ণ মালামাল পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। 

Bootstrap Image Preview