Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে এবার ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নারী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এই প্রথম কোনো নারী ইয়াবা কারবারি নিহতের ঘটনা ঘটেছে।

রবিবার ভোরে নাফনদীর কিনারায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যু হয় ওই রোহিঙ্গা নারীর।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩টি লোহার ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

নিহত রুমানা আক্তার (২০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু রাম্বীবিল এলাকার বদরুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-সি/৬ এর ৪০ নম্বর রুমে বাস করতেন। এ ঠিকানা তার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে বলে দাবি করেছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া ওমরখাল নাফনদী এলাকায় নিয়মিত টহলে যায় বিজিবির সদস্যরা। এ সময় কিছু লোক মিয়ানমার থেকে ওমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশে করছে দেখে তাদের থামার জন্য সংকেত দেয়া হয়।

বিজিবির সংকেত অমান্য করে তারা উল্টো বিজিবির টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে বিজিবি টহলদলের এক সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি টহলদল কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষে প্রায় ১০-১৫ মিনিট গুলি বিনিময় চলে।

তিনি আরও জানান, একপর্যায়ে অস্ত্রধারী চোরাকারবারীরা গুলি করতে করতে খালের কিনারা দিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ থামার পর ভোরের আলোতে টহলদলের সদস্যরা এলাকা তল্লাশি করে এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় নৌকার মধ্যে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে রোহিঙ্গা নারী বলে সনাক্ত করে। এ সময় ১০ হাজার পিস ইয়াবা ও ৩টি লোহার ধারালো কিরিচ উদ্ধার করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগে তার পরিচয় পত্রটি পাওয়া যায়।

মরদেহটি টেকনাফ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

এদিকে সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ এ পর্যন্ত রোহিঙ্গা ও বাংলাদেশি মিলিয়ে প্রায় শতজন ইয়াবা কারবারি নিহত হয়েছে। এরা সবাই পুরুষ। নারীদেরও লোকচক্ষুর অন্তরালে অবস্থান নিয়ে ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগ থাকলেও এই প্রথম কোনো নারী ইয়াবা কারবারি নিহতের ঘটনা ঘটেছে। এটি প্রকাশের পর পুরো কক্সবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Bootstrap Image Preview