Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়নগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের সাদিপুর ইউনিয়নের বরাব ভোট কেন্দ্রে দখলের চেষ্টা কালে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর সমর্থকরা এ সময় তারা পুলিং অফিসার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাত ১টার দিকে ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে আসা দুইজনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার কাচঁপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাসলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা আরো জানান, মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই বাবুল ওমর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের ওপর কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং তাদের প্রচারণায় বাঁধা দিয়ে গাড়ি ভাঙচুর করেছে। এমনকি সে নিজে পরিকল্পিতভাবে নির্বাচনী আচরণবিথি লঙ্ঘন করে রঙিন পোস্টার দেয়ালে দেয়ালে ছাপিয়ে দেয়। আর এই রঙিন পোস্টারের বৈধতা পেতে সে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন বানচালের একটি অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, উপজেলা আইন শৃঙ্খলা মিটিং ও নির্বাচনী আচরণবিধি মতবিনিময় সভায় বাবুল ওমরের বিরুদ্ধে সন্ত্রাসী হামলাসহ নির্বাচনে সহিংসতার অভিযোগ তুলেছেন একাধিক প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী জানান, বাবুল ওমর বিশাল বাহিনী নিয়ে মহাসড়কে পরিবহনে চাঁদাবাজিসহ ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তার সাথে সব সময় একাধিক অবৈধ অস্ত্রধারী বাহিনী থাকে।

Bootstrap Image Preview