Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিগারেট থেকে ধানমন্ডিতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
ছবি: আসাদুল্লা লায়ন


রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (৩০ মার্চ) রাত ৮টা ২৪ মিনিটে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭ নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের টেলিফোন ওপারেটর ফায়ারম্যান মো. রোমান বিডিমর্নিংকে বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট ছুটে যায়। কিন্তু আমাদের লোক পৌঁছানোর আগেই বাড়ির মানুষজন আগুন নিভিয়ে ফেলে।'

সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি।

এ ব্যাপারে ভবনটির দারোয়ান সোহরাব বিডিমর্নিংকে বলেন, ‘মালিক হাসান পারভেজ সিগারেট ঝুড়িতে ফেলার পর তা জ্বলে উঠে। এরপর উপরে থাকা ইলেকট্রিক সুইচে আগুন ধরে পুরো ঘরে ধোয়া ছড়িয়ে পড়ে’।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন বলেন, ‘একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৭৭ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।’

এর আগে সকাল পৌনে ৬টার দিকে গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। সবার সম্মিলিত চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।

Bootstrap Image Preview