Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে’

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তোমরাই আগামী দিনের ভবিষৎ। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। আর সেজন্যই তোমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর সদর উপজেলা চত্বরে এডিপি ও জাইকার অর্থায়নে নৈতিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একজন শিক্ষিত মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ না, যদি সে সামগ্রিকভাবে নিজেকে গড়ে তুলতে না পারে।

সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, সদর উপজেলার চেয়ারম্যান রাজ্জাক মোল্যা।

পরে প্রধান অতিথি সদর উপজেলার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭২টি মাধ্যমিক বিদ্যালয়ের মিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Bootstrap Image Preview