Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যা বললেন ফায়ার সার্ভিস কর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০১:০০ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বনানীতে যখন বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তখন ফায়ার সার্ভিসের এক কর্মীর কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওটি শেয়ার করেছেন আর জে কিবরিয়া নামে একজন ফেসবুক ব্যবহারকারী।

সেই ভিডিওতে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে বলতে শোনা গেছে, ‘পানির আরও প্রেসার দেন। এই এখানে আরও একজন আছে। এইখানে এইখানে...। আসলে ভাইয়েরা অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে। আমি জানি লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ বলব না। কোটি কোটি মানুষ আজকে ফায়ার ব্রিগেডদের দোষারোপ করতেছে। আমি জানি আমি নিজেও হয়তো নিচে থাকলে এটা করতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা অনেক চেষ্টা করতেছে। তাদের ইন্সট্রুমেন্ট আরও আধুনিক হওয়া দরকার। আরও আধুনিক সরঞ্জাম দরকার। আর এগুলো বলার উদ্দেশ্য সাধারণ মানুষকে শোনানোর জন্য না। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বলতেছি। আমাদের দেশে যেভাবে বিল্ডিংয়ে বাসাবড়ির আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে। আপনি আরও সচেতন হোন। আরও আধুনিক ইন্সট্রুমেন্ট আনেন। এখানে তারা পর্যাপ্ত ইন্সট্রুমেন্টের কারণে, আধুনিক ইন্সট্রুমেন্ট না থাকার কারণে তারা চাইলেও অনেক কিছু করতে পারে না। এদিকে একটু লক্ষ্য করেন...।

তিনি আরো বলেন, আমার এখান থেকে আর ১০ হাত দূরে একটা লোক আধা ঘন্টা ধরে, তার সামনে যাইতে পারতাছিনা। কারণ আমাদের যে চঙ্গা, মই সিস্টেম তা আর যাচ্ছে না। এ জন্য ওই লোকটাকে এখনও রিসকিউ করতে পারি নাই। নিরাপদে আনতে পারি নাই। আল্লাহ তুমি হেফাজত কর, ওই যে উপরে আরও একজন আছে। আপনারা দয়া করে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কারণ আমাদের যে দুর্বলতা, আমাদের যে পর্যাপ্ত ইন্সট্রুমেন্ট নাই, যেভাবে যে রকম যন্ত্রপাতি থাকার কথা ওগুলো ওভাবে নাই। আমরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই এবং আমরা খুব শিগগিরই এটার একটা ভালো সমাধান চাই।’

Bootstrap Image Preview