Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুনে পুড়ে ছাই হলো দুই ভাইয়ের স্বপ্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর গুলশান-১ এ পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটে দুই ভাইয়ের একমাত্র উপার্জনের সম্বল ছিলো রায়হান ট্রেডার্স। মোহাম্মদ রায়হান ও আরিফ হাসান দুই ভাই মিলে ব্যবসা করতেন এই মার্কেটে। কফি, দুধ ও শিশুদের বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন তারা। অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে এ দোকান সাজিয়েছিলেন।

শনিবার (৩০ মার্চ) ভোরে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে এই দুই ভাইয়ের। 

সকাল সাড়ে ৯টার দিকে পুড়ে যাওয়া নিজ দোকানের সামনেই মাথায় হাত দিয়ে নির্বাক দৃষ্টিতে দেখছিলেন আরিফ হাসান। জিজ্ঞেস করতেই বুকের ভেতর লুকানো কষ্ট আর চোখের পানি ধরে রাখতে পারেননি তরুণ এ ব্যবসায়ী। তিনি জানান, আমাদের সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে। আমার বড় ভাই অনেক কষ্ট করে এ দোকানটি দিয়েছেন। অনেক টাকা ধারও এখনো রয়ে গেছে। দোকান পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাশেও নগদ টাকা ছিল। সেই টাকাও পুড়ে ছারখার হয়ে গেছে। 

আরিফ হাসান বলেন, আমদের সব উপার্জন শেষ, আমরা কেমনে বেঁচে থাকবো। 

উল্লখ্য, শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে প্রায় ২৯১ দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর টিম কাজ করে। তবে কোনো প্রাণহানির খবর মেলেনি।

Bootstrap Image Preview