Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ইউপি কার্যালয় স্থাপনের বিষয়ে মতবিনিময়

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের অস্থায়ী কার্যালয় স্থাপনের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ মার্চ) রাতে স্থানীয় কটালপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

বিশিষ্ট মুরব্বী কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও উত্তর কুশিয়ারা ইউপির প্যানেল চেয়ারম্যান সোহেল চৌধুরী হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী তেরাব আলী, ইউপি সদস্য আব্দুল মনাফ, কয়েস আহমদ, জামাল উদ্দিন, আলম মিয়া, শিক্ষক আব্দুল মুকিত প্রমুখ। 

মতবিনিময় সভায় ইউপি সদস্যগণ বলেন, আমাদের অজান্তে ইউপি চেয়ারম্যান আহমদ জিলু কাউকে অবগত না করে ইউনিয়ন সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইলাশপুরের একটি কমিউনিটি সেন্টারে রাতের আধারে সরিয়ে নিয়ে আসেন। যা জনগণের সাথে স্পষ্ট প্রতারণার সামিল। এজন্য তারা জনগণের সহায়তা কামনা করেন।

চেয়ারম্যানের এরকম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা চেয়ারম্যানের প্রতি অনুরোধ করেন ইউনিয়নবাসীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে ইউনিয়ন অফিস স্থাপন করার জন্য। 

Bootstrap Image Preview