Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে নির্বাচনের পরবর্তী সহিংসতা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে অবরোধ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে নির্বাচনের পরবর্তী সহিংসতায় বেশ কয়েক জন আহত হয়েছে। এ সহিংসতা বন্ধের দাবিতে ও বাড়ি ফিরে যাওয়ার জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে অবরোধ করে গ্রামবাসী। 

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের পৌরসভার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ভুক্তভোগিরা অভিযোগ করেন, গেল ২৪ মার্চ উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী নির্বাচিত হয়। পরে কেশবপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কলাগাছি বাজারে নৌকার নির্বাচনী অফিসে চালানো হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাউছুল আজম তুহিন পাড়, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী পলাশ ও সদস্য আজাহারুল ইসলাম আহত হন। তাদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে কেশবপুর হাসপাতালের সামনে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে বেদম মারধর করে নৌকার সমর্থকরা। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের মারধর ও হুমকিতে বাড়ি যেতে পারছেন না অনেকেই। নিরুপায় হয়ে তারা জেলা প্রশাসকের গাড়ি অবরোধ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, যারা অভিযোগ দিয়েছিলেন তাদের বাড়িতে যেতে বলেছি। কোন প্রকার মারধর বা সমস্যা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview