Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বনানী অগ্নিকাণ্ড: নিহত শরীয়তপুরের আতিকের দাফন সম্পন্ন

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৯:৫১ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত শরীয়তপুরের মির্জা আতিকুর রহমানের (৪০) দাফন সম্পন্ন হয়েছে। 

গতকাল শুক্রবার বাদ জুম্মা শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পূর্ব সারেঙ্গা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আতিকুর একই গ্রামের মৃত আব্দুল কাদির মির্জার ছেলে।

শৌলপাড়া ইউপি সদস্য লিয়াকত হোসেন  জানান, আতিকুর দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে রাজধানীর বনানীতে এফ আর টাওয়ায়ে বিদেশি একটি কোম্পানিতে চাকরি করতেন। আতিকের এক ছেলে রাফি (৪), এক মেয়ে তানহা (৭) ও স্ত্রী অ্যানিকে নিয়ে বনানীতেই তার অফিসের কাছেই ভাড়া থাকতেন। 

ইউপি সদস্য আরো জানান, ওই টাওয়ারে আগুন লাগার কিছুক্ষণ পর আতিক তার স্ত্রী অ্যানিকে মোবাইফোনে শেষবারের মতো বলেছিলেন- ‘আমাদের অফিস ভবনে আগুন লেগেছে। আমার জন্য দোয়া করো। আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে-মেয়েকে দেখে রেখো।’

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি হয়েছে। অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আতিকুর রহমানের গ্রামের বাড়ি চলছে শোকের মাতম।

Bootstrap Image Preview