Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেঁচে ফিরেও ফেসবুকে ভিডিও দিলেন সেই স্বর্ণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১০:৪১ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১০:৪১ PM

bdmorning Image Preview


‘আমাদের জন্য সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। তা না হলে আমরা ধোঁয়ায় শ্বাস কষ্টে মারা যাব—’ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ‘সেজুতি স্বর্ণা’ নামের এক তরুণী। সেখানে এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। এরপর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

উদ্ধার কাজ শেষে জানা গেছে সেই তরুণী বেঁচে আছেন। তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

উদ্ধারের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই উদ্ধার হয়েছি, নিরাপদেও আছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফআর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview