Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুষখোর রাজউক কর্মকর্তারা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেসব কর্মকর্তা ঘুষ খেয়ে অবৈধভাবে ভবন নির্মাণের অনুমোদন দেয় তারা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর।’

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।

নাসিম বলেন, ‘বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে।’ নিয়ম না মেনে যারা সংশ্লিষ্ট ভবনের অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোহাম্মদ নাসিম।

নাসিম আরও বলেন, রাজউকের ব্যর্থতায় রাজধানীতে বড় বড় দালান হচ্ছে। কোন ফাঁক-ফোকর দিয়ে এসব নকশা পাস হয়, তা খুঁজে বের করতে হবে। যারা ভবন নির্মাণ আইন না মেনে বড় বড় দালান তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

তিনি আরও যোগ করেন: যারা বাস চালিয়ে মানুষকে হত্যা করে এবং বিল্ডিং কোড না মেনে অনুমোদন দেয় তারা বিএনপি-জামায়াতের চেয়ে বেশি ভয়ঙ্কর। সড়ক দুঘটনা রোধ, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো, অবৈধ স্থাপনা সরানোসহ নারী-শিশু নির্যাতন, মাদক, অবৈধ অনুমোদনসহ সকল অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দালন গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

এপ্রিল মাস থেকে এই সামাজিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

এ বিষয়ে সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করে নাসিম বলেন: সড়কে নৈরাজ্যে মানুষের জীবন যাচ্ছে। ভবনের অবৈধ অনুমোদন কারা দিয়েছে, সড়কে অনিয়মের সঙ্গে কারা জড়িত। মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত আছে সড়কের অনিয়ম দুর করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কারা মানে না। এদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

মোহাম্মদ নাসিম আরো বলেন: এরা বিএনপি জামায়াতের চেয়েও ভয়ঙ্কর। বিএনপি-জামায়াত যদি ভয়ঙ্কর হয় এরা তাদের চেয়েও ভয়ঙ্কর। আমরা বিএনপি জামায়াতের বিরুদ্ধেও লড়বো, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। নইলে সরকারের সকল অর্জন নষ্ট হয়ে যাবে।

তিনি আরও বলেন: রাস্তায় যখন মানুষ মারা যায়, তখন আমরা সোচ্চার হই। কয়েকদিনের জন্য ব্যবস্থা নিই, তারপর আমরা চুপচাপ হয়ে যাই। এভাবে চলতে পারে না। এখনো কী চোখ খুলবে না আমাদের? আমি বিশ্বাস করি, অনুভব করি, বিএনপি-জামায়াতের চেয়ে অযোগ্য হচ্ছে রাস্তার ঘাতকরা। যাদের লাইসেন্স নেই, ফিটনেস নেই, এসব ঘাতকরা ওদের চেয়ে ভয়ংকর।

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা না মেনে যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ভবন নির্মাণে যথাযথ নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview