Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, এবার ছাড় নয় নরপিশাচদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, অতীতের মতো ছাড় নয় এই ঘটনায় জড়িত নরপিশাচদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে বনানীর এফ আর টাওয়ারের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন বলেন, ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত নকশার বাইরে যেসকল ভবন তৈরী করা হয়েছে সেগুলোর জন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, যেসব প্রকৌশলী এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে।

তিনি আরও বলেন, নকশা অনুমোদনের সময় কোনও ব্যত্যয় ঘটেছে কিনা ও মূল নকশা ছাড়া এটা তৈরি হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনায় জড়িত সেই নরপিশাচদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের মালিকের লাইসেন্স বাতিল এবং অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হবে।

Bootstrap Image Preview