Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজউক এতদিন কী করেছে, ক্ষোভ ঝাড়লেন আইজিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


সংবাদমাধ্যমের বরাত দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, ভবন‌টি (এফ আর টাওয়ার) ১৮ তলা থে‌কে ২৩ তলা হ‌য়ে‌ছে। ১৯৯৬ সা‌লের প‌রিকল্পনায় ১৮ তলা হয়ে‌ছে। ২০০৫ সালে রাজউক জান‌তে পা‌রে, ভবন‌টি ২৩ তলা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ১৪ বছর পে‌রি‌য়ে গে‌ছে। এ সময় রাজউক কী ক‌রে‌ছে?

শুক্রবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে এফ আর টাওয়ারের কাছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ক্ষোভ প্রকাশ করে আইজিপি বলেন, গত ১৪ বছরে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কী করেছে? ভবনটি ১৮ তলা হওয়ার কথা। অথচ হয়েছে ২৩ তলা। সেটাও ১৪ বছর আছে। তাহলে রাজউক এতদিন কী করেছে।

বনানীতর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানিয়েছেন তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, এই ঘটনায় মামলা হ‌বে। যারা নিহত হ‌য়ে‌ছেন, তাদের পরিবারের সদস্যরা বাদী হ‌লে ভালো হয়। তারা রাজি না হ‌লে পু‌লিশ বা‌দী হ‌য়ে মামলা কর‌বে।

ভবন মা‌লি‌কের স‌ঙ্গে যোগা‌যোগ হ‌য়ে‌ছে কি না, জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, ভবন মা‌লিক‌কে শনাক্ত ক‌র‌তে পে‌রে‌ছেন। এখনও যোগা‌যোগ হয়‌নি।

Bootstrap Image Preview