Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোন অর্থই নিল না প্রাইভেট হাসপাতালগুলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


প্রাইভেট হাসপাতাল নিয়ে আমরা অনেক ধরণের ধারণাই পোষণ করে থাকি। সুচিকিৎসার নামে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন অজুহাতে রোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়াও অভিযোগের যেন শেষ নেই।

কিন্তু এই প্রাইভেট হাসপাতালগুলোই বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ অগ্নিকাণ্ডে আহতরা রাজধানীর অ্যাপোলো, ইউনাইটেড, শাহাবুদ্দিন ও লালমাটিয়া বিডি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন।

সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ থেকে তারা রোগীদের কাছ থেকে কোনো প্রকার অর্থ নিচ্ছেন না।

বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, লালমাটিয়া বিডি হাসপাতালে ১ জনসহ মোট ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া অনেকেই চিকিৎসা নিয়ে ফিরেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনার সময় নিজের প্রাণ বাঁচাতে গিয়ে অনেকেই অনেকভাবে আহত হয়েছেন। কেউ ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। কেউ আগুনে পুড়ে আহত হয়েছেন। আবার কেউ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি সব সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসা প্রদানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেন। টাকার জন্য কোনো হাসপাতাল যেন রোগী ফিরিয়ে না দেয়, সে আহ্বান জানিয়েছিলেন।

অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিভিন্ন প্রাইভেট হাসপাতাল আহতদের ভর্তি শুধু রাখেনি, তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে। তিনি বিভিন্ন হাসপাতালে সরেজমিন রোগীদের সঙ্গে আলাপ করেছেন। তাদের চিকিৎসার ব্যাপারে প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ছিলেন খুবই আন্তরিক।

তিনি কয়েকটি প্রাইভেট হাসপাতালের মালিককে আশ্বস্ত করেছিলেন আহতদের চিকিৎসার ব্যয় সরকারিভাবে পরিশোধ করা হবে। কিন্তু তারা বিনয়ের সঙ্গে জানিয়েছেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এবং মানবিক মূল্যবোধ থেকে তারা আহতদের বিনা খরচে চিকিৎসা করাবেন।

তিনি জানান, শুধু প্রাইভেট হাসপাতাল নয় রাজধানীর বিভিন্ন প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিসও বিনামূল্যে রোগী পরিবহন করেছে।

প্রসঙ্গত, বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ। শুক্রবার (২৯ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

Bootstrap Image Preview