Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিন্নাহ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


বগুড়া জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌরব অর্জন করেছেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগিতায় জেলার ১২ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মনোনিত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) বগুড়া জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএম জিন্নাহ পাবনার বেড়া উপজেলার বসন্তপুর নতুন পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি ১৯৯৪ সালের ২৬ ডিসেম্বর প্রথম কর্মস্থল হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে যোগদান করেন। এরপর বদলী হয়ে ২০১৭ সালের ৩০ মে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।  

তিনি স্কাউটস বান্ধব শিক্ষা কর্মকর্তা। তাঁর নেতৃত্বে ধুনট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটের শতভাগ  সাফল্য অর্জন করেছে। এছাড়া বাল্যবিয়ে রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমনের লক্ষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলেছেন। শিক্ষার মান উন্নয়নে জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশলি মেধা অন্বেষণ, গ্রীষ্মকালীন/শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতাসহ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত বিভিন্ন কার্যক্রম সুদক্ষতার সহিত সুচারুভাবে সম্পন্ন করেছেন।  

তিনি ভিশন-২০২১ কে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করছেন। তিনি অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এরই স্বীকৃতি স্বরুপ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগীতায় তাকে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনোনিত করা হয়। তিনি রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিয়েছেন।

এ বিষয়ে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ বলেন, ভাল কাজের স্বীকৃতি খুবই আনন্দের। আর স্বীকৃতি পেলে আত্মবিশ্বাস ও দায়বদ্ধতা দু'টিই বেড়ে যায়। তাই এমন স্বীকৃতি ভবিষ্যত কর্মজীবনে অনুপ্রেরণা জোগাবে।   


 

Bootstrap Image Preview