Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণসহ সালাউদ্দিন শিকদার (২৭) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৭৬ লক্ষ ৫৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৮মার্চ ) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ইকে-৫৮৪ বিমানে আগত একজন যাত্রীর কাছে বিপুল পরিমান স্বর্ণ রয়েছে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল উক্ত ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে। এক পর্যায়ে স্বর্ণ বহঙ্কারী ওই যাত্রীকে শনাক্ত করা হয়।

যাত্রী ল্যাগেজের ঘোষণা না দিয়ে স্ক্যান না করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা তার কাছে স্বর্ণ আছে কিনা জানতে চায়। তিনি শুল্ক গোয়েন্দার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তার ল্যাগেজ স্ক্যান করা হয়। পরে ল্যাগেজের মধ্যে থেকে বিশেষ কায়দায় রাখা সাদা রংয়ের প্রলেপ দেওয়া ১৩৮৬ গ্রাম স্বর্ণবার এবং দেহ তল্লাশি করে আরও ১০৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview