Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘হতে পারে এটি আমার শেষ পোস্ট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রাণপণে লড়াই করছিলেন ঠিক সেই মুহূর্তে ভবনের লিফটে আটকে ছিলেন রিপন আহমেদ। কালো ধোঁয়ার আর অন্ধকারের মাঝে শঙ্কিত রিপন তখন ফেসবুকে পোস্ট দেন-‘হতে পারে এটি আমার লাস্ট (শেষ) পোস্ট। মাফ করে দিয়েন।’

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে লাগা আগুনে ভবনটিতে বহুলোক আটকা পড়েন। তাদের অনেকেই আবার প্রাণে বাঁচতে দড়ি বেয়ে কিংবা লাফিয়ে নিচে নামার শেষ চেষ্টা করেন। তবে ভবনের ১৩ তলায় লিফটে আটকে পড়েন রিপন। এ সময় তার দেওয়া এক ফেসবুক পোস্ট অনেকের হৃদয় ছুঁয়ে যায়।

পোস্টটিতে বিপর্যস্ত রিপন লেখেন-‘আগুন, আগুন। হতে পারে এটি আমার লাস্ট (শেষ) পোস্ট। আমি এফআর টাওয়ারের লিফট ১৩-তে (১৩ নম্বর ফ্লোর) আছি। ক্ষমা করে দিয়েন।’

রিপন পেশায় মডেল ও অভিনেতা। কাজের প্রয়োজনে গতকাল এফআর টাওয়ারে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের সময় লিফটেই ছিলেন তিনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তাতেই আটকে পড়েন। সেখান থেকেই প্রথম পোস্টের এক ঘণ্টা পর রিপন আরেকটি পোস্ট দেন।

তাতে তিনি লেখেন-‘মাফ করে দিয়েন। লিফট ১৩ বনানী এফআর টাওয়ার।’ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূতেই ভাইরাল হয়ে যায় রিপনের দুটি পোস্টই। পরে জানা গেছে, বিকালে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অন্যদেরও উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview