Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঁচার জন্য বাথরুমে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে বাঁচার জন্য ছোটাছুটি করেছিল শত শত মানুষ। কেউ ফোন করে সাহায্য চাচ্ছিলেন, কেউ ভয়ে ভবন থেকে লাফিয়ে পড়েছে, কেউ আবার নিরাপদ আশ্রয় ভেবে ভবনের বাথরুমেও লুকিয়ে পড়ছিল। কিন্ত সেখান থেকে সার্চিং অপারেশনের সময় কয়েক জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিষ বর্ধন দৈনিক আমাদের সময় অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জীবন বাজি রেখে চেষ্টা করেছি আটকে পড়া মানুষকে উদ্ধার করতে। একই সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে। অনেক মানুষকে আমরা ভবন থেকে বের করে এনেছি। কিন্ত দুঃখের বিষয় অনেকের জীবন রক্ষা হয়নি। আগুন নেভাতে আমাদের ২৫টি ইউনিটের ৫০০ সদস্য কাজ করেছে। আগুন নির্বাপনের পর এখনো চলছে সার্চিং অপারেশন।'

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ভয়ে চারজন লাফ দিয়ে পড়ে মারা গেছে। আবার অনেকে বাথরুমে লুকিয়ে ছিল। তারা তো আর বাচতে পারেনি।’

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে বনানীর এফ আর টাওয়ারের ২২ তলার এই ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় এখনো পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন।

Bootstrap Image Preview