Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবিত ফিরে এলেন ফেসবুকে মায়ের কাছে মাফ চাওয়া সেই মডেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীর ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন রিপন আহমেদের নামের এক মডেল। দুপুরে ৩টার দিকে নিজের ফেসবুকে পোস্ট দেন রিপন। পোস্টে তিনি ৩টি ধোয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেন।

তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়া হাসনাইন আহমেদ রিপনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিকালেই ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেছেন বলে ফেসবুকে তার বন্ধুরা নিশ্চিত করেন।

বিকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে যাদের উদ্ধার করে তাদের একজন ছিলেন রিপন। এর আগে আবেগঘন স্ট্যাটাসটি দেওয়ার পরেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হন হাসনাইন আহমেদ রিপন।

নিজের ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস’।

রিপনের এ স্ট্যাটাসে এ পর্যন্ত প্রায় তিন হাজার মন্তব্য করেছে। এছাড়া শেয়ার করেছেন প্রায় সাড়ে চার হাজার আর লাইক দিয়েছেন প্রায় ১১ হাজার ফেসবুক ব্যবহারকারী।

দুপুরে আগুন লাগার পর ধোঁয়াভর্তি ঘরের মধ্যে সেলফি তুলেন রিপন। তিনি ওই ভবনের ১৪তলায় ছিলেন বলে জানান। তিনি ডিআরআইডি গ্রুপের ফিন্যান্সের এক্সিকিউটিভ বলে জানা গেছে।

এ দিকে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে এক জন বিদেশি, তিনি শ্রীলঙ্কার নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview