Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview


তুচ্ছ ঘটনার জেরে পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে পটুয়াখালী সরকারি কলেজ চত্বরে বিক্ষুব্ধ ছাত্ররা এ কর্মসূচি পালন করে।

এসময় ছাত্ররা কলেজের প্রধান ফটক দখল করে রাখায় বন্ধ হয়ে যায় উপজেলা নির্বাচনের ইভিএম বিষয়ক প্রশিক্ষণ।

দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীর হস্তক্ষেপে বিক্ষুব্ধ ছাত্ররা শান্ত হয়।

উল্লেখ্য, বুধবার (২৭ মার্চ) রাতে মোবাইল সার্ভিসিং সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় মোবাইল ব্যবসায়ী বাপ্পি ও রবিউলের লোকজন কলেজের ছাত্রদের মারধর করলে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বাপ্পির বাসায় হামলা চালায়। এ সময় বাপ্পী কৌশলে পালিয়ে যায়। এলাকার একটি সংঘবদ্ধ দল এসময় ছাত্রদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে বিক্ষুব্ধ ছাত্রদের সাথে সংঘর্ষ হয় এ ঘটনায় ১৭ জন ছাত্র আহত হয়।

আহত ছাত্ররা পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।
 

Bootstrap Image Preview