Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাত্র তিন ফুটের সিঁড়ি দিয়ে চলত ২২ তলা এফআর টাওয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীর ভয়াবহ দুর্ঘটনাকবলিত ২২ তলাবিশিষ্ট ভবন এফআর টাওয়ারের সিঁড়ির প্রশস্ততা মাত্র তিন ফুট।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এসময় ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, এত বড় বড় ভবনে ওঠা-নামার জন্য মাত্র ৩৬ ইঞ্চি আয়তনের সিঁড়ি থাকবে তা কিছুতেই মেনে নেয়া যায় না।

মেয়র আতিকুল বলেন, আগুন নেভাতে পানির সঙ্কট দেখা দিয়েছিল। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

মেয়র আরও বলেন, এখন থেকে প্রতিটি ভবনকে যথাযথ কমপ্লায়েন্স হতে হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পুরান ঢাকার মতো অভিজাত এলাকা বনানীতেও যথাযথ নির্মাণ নীতিমালা মেনে বহুতল ভবনগুলো নির্মাণ করা হয়নি, যা দুঃখজনক।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধশতাধিক জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে।

বহুতল ভবনটিতে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা দেবাশীষ বর্ধন জানান, এখন পর্যন্ত ভবনটি থেকে অন্তত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেছে তাঁরা। উদ্ধার হওয়া সবাই কমবেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন। উদ্ধারের পর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

দেবাশিষ বর্ধন বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে মেয়র ও ফায়ার সার্ভসের ডিজি রয়েছেন। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ঘটবার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

Bootstrap Image Preview