Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তা থেকে উৎসুক মানুষদের সরিয়ে দিলেন মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতাদের ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এ অবস্থায় রাস্তায় নেমে উৎসুক জনতাদের সরিয়ে এক পাশের রাস্তা ফাকা করতে দেখা গেছে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামকে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিনি ঘটনাস্থলে এসে জনতার একাংশকে সরিয়ে দেন। এ সময় তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনার পরপরই অগুন নেভাতে মাঠে নামে ফায়ার সার্ভিসে ২০টি ইউনিটসহ বিমান বিহিনী ও নৌবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এদিকে ভবনটিতে আটকা পড়া অনেকেই বাঁচতে রশি বেয়ে ও লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন। এভাবে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। এছাড়া প্রচন্ড ধোঁয়ায় ঝুঁকিতে আশেপাশের ভবনগুলোর মানুষও। এর মধ্যে আশেপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview