Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ২ জেলের ৩২ হাজার টাকা ছিনতাই, ছিনতাইকারীদের মোটরসাইকেল জব্দ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ২ জেলের নিকট থেকে ৩২ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ সময় জনতার ধাওয়া খেয়ে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী-উজালশিং সড়কের কইচা বিলের ধারে এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চর জোলাগাতি গ্রামের শিশির হাওয়ালদারের ছেলে সুবাস চন্দ্র হাওয়ালদার (৩০) ও নিরাঞ্জন কুমারের ছেলে মনোরঞ্জন হাওয়ালদার (৩১) মৎস্যজীবি। তারা বিভিন্ন জলাশয় থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালায়। 

অন্যান্যদিনের ন্যায় বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানঘরা বাজারে মাছ বিক্রি করে বাইসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হয় সুবাস ও মনোরঞ্জন হাওয়ালদার। পথিমধ্যে খাদুলী কইচা বিলের পূর্বদিকে পৌছলে ৩ ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে সামনের দিক থেকে এসে ২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এরপর সুবাস চন্দ্রের নিকট থেকে ২১ হাজার ও মনোরঞ্জনের নিকট থেকে ১১ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তাদের চিৎকারে পার্শ্ববর্তী গোপালপুর খাদুলী গ্রামের লোকজন ছিনতাইকারীদের পথরোধ করে। তখন অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তিন ছিনতাইকারী। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত কালো রংয়ের বাজাজ ডিসকভার ১০০সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটি রেজিষ্ট্রেশনের জন্য আবেদনকৃত। ছিনতাইকারীদের সনাক্তকরনের কাজ চলছে বলেও জানান তিনি। 



 

Bootstrap Image Preview