Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাশের আহমেদ টাওয়ারেও ছড়িয়ে পড়েছে এফ আর টাওয়ারের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন এখনও পুরো পুড়ি নিয়ন্ত্রণে আনতে পারেননি ফাইয়ার সার্ভিসের কর্মীরা। থেকে থেকে জ্বলে উঠছে আগুন। এদিকে এফ আর টাওয়ারে আগুন পাশের  আহমেদ টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে।

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ঘটনাস্থলে থাকলেও সবকটি ইউনিট কাজ করতে পারছে না বলে জানা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেশ কয়েকটি পানির গাড়ি ঘটনাস্থলে রয়েছে।

ওই দু’টি ভবনের ভেতর থেকে বেশ কয়েকজনকে হাত নেড়ে উদ্ধার কর্মীদের সাহায্য চাইতে দেখো গেছে। কয়েকজন আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে ১৭ ইউনিট।

আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত গুলশাল জোনের এডিসি আহাদ জানান, আহত বেশ কয়েকজনকে কুর্মিটোলাসহ আশপাশের অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে।   

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিমান হেলিকপ্টার। উপর থেকে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Bootstrap Image Preview