Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সিঁড়ি না পাঠালে মারা যাবো’, ভবনের ভেতর থেকে নারীদের আর্তনাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না, ফেসবুক লাইভে কথাগুলো বলছিলেন এক আটকে পড়া নারী। তিনি বলছিলেন- আমরা অনেক্ষণ ধরে আটকা আছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন।

ওই লাইভে দেখা গেছে, ভেতরে নারীসহ অনেকে আটকা পড়েছেন। এসময় তারা চারিদিকে দৌড়াতে থাকেন। তাদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে মুখে ঢেকে রেখেছিলেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। এছাড়া সেনা বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে ১৬ ইউনিট।

আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।

Bootstrap Image Preview