Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আমরা মারা যাব, আমাদের বাঁচান'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। ইতোমধ্যেই বহু মানুষ ভবনটি থেকে লাফিয়ে পড়ে হতাহত হয়েছেন।

ভবনের ভেতরে আটকে পড়া মানুষগুলো বাঁচার আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ভবনে সিঁড়ি লাগিয়ে আমাদের উদ্ধারের চেষ্টা করুন। আমরা ধোঁয়ার কারণে নিশ্বাস নিতে পারছি না। ধোঁয়ায় আমরা মারা যাব। আমাদের বাঁচান।

২২তলা ভবনটিতে বহু লোক আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এদিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছে। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে।

Bootstrap Image Preview