Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বনানীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


রাজধানীর বনানী এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বৃহস্পতিবার বেলা ১২ টা ৫০ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এদিকে, ভেতরে আটকা পড়েছেন অনেকে।

এদিকে, ২৬ তলায় আটকে থাকা ইকো লাইন শিপিং করপোরেশনের অ্যাসিট্যান্ট ম্যানেজার দীপক কুমার দাসের ভাইয়ের সঙ্গে কথা হলে তিনি জানান, ভেতরে অনেকেই আটকে আছে। বের হতে পারছে না। আমার ভাই একমাত্র বের হয়ে ছাদে যেতে পেরেছে। ধোঁয়ার কারণে কষ্ট হচ্ছে সকলের।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম‌্যান রবিউল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে ১৭ নম্বর রোডে আমেরিকান ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে বসতি হরাইজন টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগে।

১৮ তলা ওই ভবনের সবগুলো ফ্লোরেই বিভিন্ন বাণিজ‌্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। ওই ভবনের একটি ট্র্যাভেল এজেন্সির এক কর্মী জানান, আগুনের উৎপত্তি হয় ভবনের নিচতলায়। পরে তা বিদ‌্যুতের তারের মাধ‌্যমে উপরের দিকে যায় বলে তার ধারণা।

আগুন লাগার পর কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকে ফেইসবুকে ছবি ও ভিডিও দিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে থাকেন।

শাহরুখ পিকুল নামের একজন ফেইসবুকে লেখেন, আগুন ছোট হলেও প্রচুর ধোঁয়া। এ কারণে আতঙ্কও বেশি। লোকজন মরিয়া হয়ে বেরিয়ে আসছে। ৪০-৪৫ মিনিটের মধ‌্যে ফায়ার ট্রাক চলে এসেছে, ঢাকার যানজটের বিবেচনায় এটা খারাপ বলা যায় না।

ফেইসবুকে আরেকজন জানান, ধোঁয়া বাড়তে শুরু করার পর ১৩ ও ১৪তম তলায় কিছু লোক আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।  

ভবনের উপরের ফ্লোরগুলো থেকে অনেকে আতঙ্কিত হয়ে ছাদে উঠে যান। অনেককে রেলিং টপকে পাশের ভবনেও চলে যেতে দেখা যায়।একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছেন ফায়ারম‌্যান রবিউল ইসলাম।

ওই ভবনের টিউন এভিয়েশন লিমিটেডের কর্মকর্তা কামাল হোসেন জানান, তাদের ক্লিনার শেফালী বেগম (৪৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তারপর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview