Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা পালন করছে শেখ হাসিনা: এমপি জাফর

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শিক্ষার্থীদের মা-বাবা তথা অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছেন। একই সাথে ছাত্র-ছাত্রীদের কল্যাণে শিক্ষাবৃত্তি চালু করেছে। আজকের শিক্ষার্থীরা সেই বৃত্তির সুযোগ-সুবিধার সুফল ভোগ করছে।

বুধবার (২৭ মার্চ) চকরিয়া সিটি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,  শেখ হাসিনা সরকারের সহযোগিতায় চকরিয়া সিটি কলেজে ২০২০ সালের মধ্যেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা পরিপূর্ণ ছাত্রাবাস নির্মাণ করা হবে।  যে ছাত্রাবাস হবে এ উপজেলার জন্য সবচেয়ে উন্নতমানের ও দৃষ্টান্তস্বরূপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, বর্ণমালা একোডেমির চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুস্তম শাহরিয়ার, সাবেক পৌর কমিশনার ছৈয়দ আলম, শিল্পী মুবিনুল ইসলাম নওশাদ প্রমুখ।

Bootstrap Image Preview