Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

’শিক্ষা কোন সুযোগ নয়, অধিকার'

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেন, শিক্ষা কোন সুযোগ নয়, অধিকার।

বুধবার (২৭ র্মাচ) দুপুরের দিকে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও সোনাহাটা ডিগ্রী কলেজের ৭৬ লাখ টাকা ব্যয়ে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন শিক্ষা বান্ধব সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রেখেছে। শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মাণ করা হচ্ছে নতুন নতুন অত্যাধুনিক বহুতল ভবন। আগামী প্রজন্ম যাতে আরো উন্নত শিক্ষা অর্জন করতে পারে সেজন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে বর্তমান সরকার।

তিনি বলেন, সরকার উন্নতমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার সব সময় লক্ষ রাখে কিভাবে দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এ দেশের মানুষের পাশে থেকে তাদের সেবা করা যায়।

নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডঃ আমানউল্লাহ, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিন নাহার, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, সোনাহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাষ্টার, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, উপজেলা সেচ্ছাসেবক  লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সহসভাপতি শামীম আহমেদ, রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি কোয়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইবনে সউদ, সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ। 

Bootstrap Image Preview