Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তরায় চক্রাকার রুটে বিআরটিসি বাসের উদ্বোধন করলেন মেয়র আতিকুল

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


'গত ১৯ তারিখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জাবালে নুর ও সুপ্রভাত পরিবহন বন্ধ করে দেয়ার পর সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অতি দ্রুত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) পরিবহনের নতুন বাসগুলোর উদ্বোধন করা হয়েছে।'

আজ দুপুর ১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট গোলচত্বরে বিআরটিসির ৪টি ডাবল ডেকার বাসের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'সময় নষ্ট না করে দুই সিটি কর্পোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্রেঞ্চাইজ করা হবে।' উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুটের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, 'সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতি দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।'

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিআরটিসির চেয়ারম্যান মোঃ ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বাসগুলো এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করবে। বিআরটিসি আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুটে আরো ২০টি বাস যুক্ত করবে।

Bootstrap Image Preview