Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিছিয়ে পড়া নারীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


মাগুরায় ৩টি কিশোরী ক্লাবকে বই ও খেলার সামগ্রীসহ ১০ জন পিছিয়ে পড়া নারীকে সেলাই উপকরণ দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। 

আজ বুধবার জাগরণী চক্র কার্যালয়ে এই উপকরণ বিতরণ করা হয়। এসময় জাগরণীর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান এ উপকরণগুলো নারীদের হাতে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাগরণীর এলাকা ব্যবস্থাপক দলিল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পদাক শামীম আহমেদ।

উল্লেখ্য,  জাগরণী চক্র ফাউন্ডেশন সারা দেশে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সহায়ক উপকরণ দিচ্ছে। এছাড়া কিশোরী ক্লাবে পাঠাগার স্থাপন করে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ ও বাল্য বিয়ে প্রতিরোধসহ স্বাস্থ্য সচেতনতায় ভূমিকা রাখছে। 

Bootstrap Image Preview