Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবরারকে বাসচাপা দেওয়ার সেই মর্মান্তিক ভিডিও ফুটেজ প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


রাজধানীর প্রগতি সরণিতে ১৯ মার্চ সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ছাত্র আবরার আহমেদকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের আক্টি বাস এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। সম্প্রতি এ দুর্ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

এতে দেখা যায়, ঘাতক বাসটি আবরারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ও পুলিশ মিলে বাসটি আটক করে। তবে দুর্ঘটনার পর রাস্তার মাঝখানেই বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় আবরারকে।

এ ঘটনার পর ফের নিরাপদ সড়িকের দাবিতে ফের আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ৮ দফা দাবিতে দুই দিন রাজ পথে থেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এরপর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বিইউপির ভিসিসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়।

এর মধ্যে অন্যতম— সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে আবরার আহমেদ চৌধুরীর নিহতের বিষয়ে অভিযোগপত্র দাখিল, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক যেন সড়কে না আসে প্রভৃতি। ছাত্রদের দাবিগুলো মেয়রের বিবেচনার আশ্বাসে আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এদিকে, আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহণের বাসটির চালক, কন্ডাক্টর ও হেলপারকে আটক করা হয়েছে। 

Bootstrap Image Preview