Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউনিসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শাওন আহাম্মেদ বাপ্পি, ইউনিসা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০২:১২ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ এম.এ মতিন অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্যাম্পাস প্রশাসন।

এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডঃ এম.এ ওয়াদুদ মন্ডল, প্রো-ভিসি অধ্যাপক এম. দিলদার হোসেন ও সকল বিভাগের ডিন এবং রেজিস্ট্রারসহ সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তাছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসে দেওয়াল পত্রিকা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview