Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবরারকে চাপা দেয়া বাসচালকের সহকারী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী হত্যা (সড়ক দুর্ঘটনায় নিহত) মামলায় ঘাতক সু-প্রভাত বাস চালকের সহকারীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি ঢাকা উত্তর। জানা গেছে, দুর্ঘটনার সময় গ্রেফতার সুপ্রভাত বাসের চালকের সহকারী ওই বাসটিতে চালকের আসনে ছিল। বাসচাপায় আবরারের মৃত্যুর পর গা ঢাকা দেন। তার নাম ইয়াসিন।এর আগে চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করা হয়। ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। গ্রেফতার করা হয়েছে সুপ্রভাত বাসের চালকের সহকারীকে। এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview