Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের গণহত্যা বিষয়ক দূত আদামা দিয়েং

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েং মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।  

সোমবার (২৫ মার্চ) দুপুরে কক্সবাজার বিমান বন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

এসময় জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, ইউএনসিআর কর্মকর্তা বায়েজিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েংকে কুতুপালং শরনার্থী শিবির থ্রিতে পরিদর্শনসহ নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে দেখা করে তাদের উপর অত্যাচার ও হত্যা ধর্ষণের বর্ণনা শুনেন। এসময় তাঁর সাথে কক্সবাজারস্থ রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার মো: আবুল কালাম, ইউএনএইচসিআর কর্মকর্তা বায়েজিদ উপস্থিত ছিলেন।

অপরদিকে, রবিবার (২৪ মার্চ) ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত, কুয়েতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সৌদি রাজ পরিবারের সদস্যসহ উপসাগরীয় দেশসমূহের একটি বিশেষ প্রতিনিধি দলের সাথে কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সাথে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের ভূমিকার ভূয়ষি প্রশংসা করেন এবং তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে জেলা প্রশাসন ও সমগ্র কক্সবাজারবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। আদামা দিয়েংকে কক্সবাজার সফরের ২য় দিন মঙ্গলবার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেন। 

এসময় আদামা দিয়েংকে রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে সৃষ্ট নানা সমস্যা নিয়ে কুতুপালং গ্রামের স্থানীয় প্রতিনিধির সাথেও কথা বলেন।

স্থানীয়দের ইউপি সদস্য আলহাজ্ব বখতিয়ার আহমদ নানা দাবি দাওয়া তুলে ধরেন। বিশেষ করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সহাবস্থানসহ নানা বিষয় তিনি প্রতিনিধিদলকে অবহিত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- ইউএনএইচসিআর কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন বায়েজিদ, আওয়ামী লীগ নেতা নুরুল হক খান, সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক প্রমুখ।

Bootstrap Image Preview