Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যপী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল- তোপধ্বনী, বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনী, চিত্রাষ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।

হরিপুর সরকারি পাইলাট উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে উপজেলা হলরুমে ইউএনও এম.জে আরিফ বেগ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।

বিশেষে অতিথি বক্তব্য রাখেন, নবর্নিবাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা কমান্ড নগেন কুমার পাল, ওসি আমিরুজ্জামান, ডেপুটি কমান্ড সোলেমান, নবভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম পুষ্প, নবভাইস মহিলা চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমিস প্রমুখ।  
 

Bootstrap Image Preview