Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল রউফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


মাগুরায় মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল রউফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা চত্বরে নিহত অধ্যক্ষের নামাজে জানাজা শেষে তারা এ মানবন্ধন করে। সেখানে বক্তব্য রাখেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানজেল হোসেন খান, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এ বি এম মাহফুজুর রহমান, এরাশাদ উল্লাহ ওহিদ প্রমুখ। তারা অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সোমবার বিকালে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে মারা যান মাগুরার শ্রীপুর কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ। তার বাড়ি মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামে। তিনি মাগুরার শ্রীপুর কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

নিহতের ভাই আবদুল ওয়াহাব মিলনসহ অন্যদের অভিযোগ, সম্প্রতি মাগুরার মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল এ্যান্ড বি.এম কলেজের গাছ জোরপুর্বক কেটে নেন মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পান্নু  মিয়া। এ ঘটনায় ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে কলেজের পক্ষ থেকে আবদুর রউফ আদালতে চেয়ারম্যান পান্নু  মিয়ার নামে মামলা করেন। এতে চেয়ারম্যান পান্নু মিয়া ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে মহম্মদপুরের বড়রিয়া এলাকায় আবদুর রউফের উপর দলবল নিয়ে হামলা চালান। এসময় আব্দুর রউফ গুরুতর আহত হলে তাকে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকালে তিনি মারা যান। 

Bootstrap Image Preview